আইন ও অপরাধ

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২১৩ জনকে জরিমানা  

সরকারঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে অকারণে ঘোরাঘুরি ও স্বাস্থ্যবিধি না মানায় ২১৩ জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ  আদালত।

শুক্রবার (২ জুলাই) রাতে র‌্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। একইসঙ্গে সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদের উদ্বুদ্ধও করা হচ্ছে। 

র‌্যাব জানায়, ২ জুলাই কঠোর লকডাউনের প্রথমদিন সারাদেশে ৫৯টি ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে র‌্যাব।  রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৬৬টি টহল ও ১৪৫টি চেকপোস্ট বসানো হয়েছে।  তল্লাশি কার্যক্রমে স্বাস্থ্যবিধি না মানায় এবং অকারণে ঘোরাঘুরি করার অপরাধে ২১৩ জনকে ৫ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা জরিমানা করা হয়।