আইন ও অপরাধ

লকডাউন: ষষ্ঠ দিনে ৪১৫ জনকে জরিমানা

কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে অকারণে ঘোরাঘুরি ও স্বাস্থ্যবিধি না মানায় ৪১৫ জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় র‌্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন আলী বলেন, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে   অভিযানের সময় বিনামূল্যে মাস্ক এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। একই সঙ্গে সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদের নানাভাবে উদ্বুদ্ধও করা হচ্ছে।

র‌্যাব জানায়, কঠোর লকডাউনে সারাদেশে ৫০টি ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে র‌্যাব।  ঢাকাসহ সারাদেশে ১৯১টি টহল ও ২০৭টি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি চেকপোষ্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় এবং অকারণে ঘোরাঘুরি করার অপরাধে এসব ব্যক্তিদের ২ লাখ ৩৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

লকডাউনের বাকি দিনগুলোতেও এ অভিযান অব্যাহত থাকবে।