আইন ও অপরাধ

লকডাউন: ৭ম দিনে গ্রেপ্তার ১১০২

কঠোর লকডাউনের ৭ম দিনে এক হাজার ১০২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর ৮টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. ইফতেখারুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

ইফতেখারুজ্জামান বলেন, ভ্রাম্যমাণ আদালত ২৪৫ জনকে ১ লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করেন। এছাড়া ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪০৮টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

পুলিশ জানায়, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান এলাকা থেকে সরকারি নির্দেশ অমান্য করায় তাদের গ্রেপ্তার করা হয়।  বিনা কারণে তারা রাস্তায় বের হয়।  তা নিশ্চিত হওয়ার পরই এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।  এছাড়া বিভিন্ন এলাকায় পুলিশের টহল, চেকপোস্ট বসানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক কাজ করে চলেছে।