আইন ও অপরাধ

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৪৯ জনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এছাড়া, ১৫টি মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (১০ জুলাই) ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ প্রধান সিকান্দার আলী গণমাধ্যমকে এ তথ‌্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার (৯ জুলাই) গভীর রাত পর্যন্ত মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। একদল চিকিৎসক প্রতিটি মরদেহের হাতের আঙুল, চুল এবং চামড়ার নমুনা সংগ্রহ করেছেন।

এদিকে, রাইজিংবিডির ঢামেক প্রতিনিধি বুলবুল চৌধুরী জানিয়েছেন, শনিবার (১০ জুলাই) সকাল থেকেই নিহতদের স্বজনরা ঢামেক হাসপাতালের মর্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছেন। তারা ছবি, ব্যবহৃত মোবাইল নম্বর ইত্যাদি প্রমাণ নিয়ে স্বজনের মরদেহ খুঁজে বের করার চেষ্টা করছেন।

অন্যদিকে, গতকালের মতো শনিবারও নিহতদের মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন‌্য স্বজনদের শরীর থেকে নমুনা সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে শুক্রবার পর্যন্ত ২৬ জনের নমুনা সংগ্রহ করেছিল তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় ওই কারখানায় আগুন লাগে।