আইন ও অপরাধ

লকডাউনের ১৩তম দিনে গ্রেপ্তার ৫৫২

কঠোর লকডাউনের ১৩তম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। 

ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. ইফতেখারুজ্জামান জানান, রাজধানীর ৮টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, এদিন মোবাইল কোর্টে ১১৯ জনকে ২ লাখ ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।  এছাড়া ডিএমপি ট্রাফিক কর্তৃক ৬৯৬টি গাড়িকে ১৪ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।  রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান  এলাকা থেকে সরকারি নিদেশ অমান্য করায় তাদের গ্রেপ্তার করা হয়।  বিনা কারণে তারা রাস্তায় বের হয়।  তা নিশ্চিত হওয়ার পরই এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। 

এছাড়া বিভিন্ন এলাকায় পুলিশের টহল, চেকপোস্ট বসানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক কাজ করে চলেছে।