অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসফিকুর রহমান উজ্জ্বল ও তার সহযোগী হিরণের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাদের দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ১৪ জুলাই মামলার তদন্ত কর্মকতা শেরেবাংলা নগর থানার এসআই মবিন আহমেদ ভূঁইয়া এ দুই আসামিকে আদালতে হাজির করে ওই থানায় দায়ের করা অস্ত্র মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওই দিন আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের কারাগারে পাঠিয়ে আদালত রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
রোববার আসামিদের পক্ষে অ্যাডভোকেট কামাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
এর আগে ১২ জুলাই দিবাগত রাতে শেরেবাংলা নগরের শাপলা হাউজিং থেকে তাদের গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উজ্জ্বলের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা আছে। তিনি শেরেবাংলা নগরের তালতলা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। পাশাপাশি আসামি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। এলাকায় নতুন কোনো ভবনের কাজ শুরু হলে তাকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হতো। চাঁদা না দিলে তার ক্যাডার বাহিনী দিয়ে কাজ বন্ধ করে দিতেন। কেবল তাই নয়, উজ্জ্বল খাস জমি ও অন্যের জমি দখল করে সেখানে স্থাপনা তৈরি করে তা ভাড়া দিয়ে বিপুল টাকা হাতিয়ে নিতেন। তার সহযোগীরা আগারগাঁও এলাকায় ফুটপাতের দোকান থেকে চাঁদা আদায় করেন। অস্ত্রধারী হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করার কেউ সাহস পেতেন না। কেউ অভিযোগ দিলে মারধর করতেন উজ্জ্বল।