আইন ও অপরাধ

লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে ৩৮৩ জন গ্রেপ্তার

সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শনিবার (২৪ জুলাই) সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৩৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন জনের কাছ থেকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. ইফতেখারুজ্জামান জানিয়েছেন, ভ্রাম‌্যমাণ আদালতে ১৩৭ জনকে জরিমানা করা হয়েছে। ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৮৩ হাজর টাকা জরিমানা করেছে।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

লকডাউন কার্যকরে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ। বসানো হয়েছে চেকপোস্ট। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক অভিযান চালাচ্ছে।