আইন ও অপরাধ

গৃহকর্মীর ছদ্মবেশে নিজেদের লোক নিয়োগ দিচ্ছে অসাধু চক্র

ঢাকা শহরের বিভিন্ন বাসায় গৃহকর্মীর ছদ্মবেশে নিজেদের লোক নিয়োগ দিচ্ছে অসাধু চক্র। ওই ছদ্মবেশী গৃহকর্মীরা সুযোগ বুঝে স্বর্ণালঙ্কার, টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করছে। রামপুরা থানার একটি মামলার ছায়া তদন্ত করতে গিয়ে এসব জানতে পেরেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৫ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ‌্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুবুল আলম।

তিনি বলেন, ‘শনিবার (২৪ জুলাই) কুমিল্লার লাকসাম থানার বড়ইতলা এলাকা থেকে গৃহকর্মী নুপুরকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। নুপুর ২৩ জুলাই রামপুরার হাই স্কুল গলির একটি বাসা থেকে স্বর্ণের চেইন, চুড়ি, আংটিসহ নগদ টাকা চুরি করে। এ ঘটনায় গৃহকর্তা রামপুরা থানায় মামলা দায়ের করেন। মামলার ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অল্প সময়ের মধ্যে নুপুরকে গ্রেপ্তার করা হয়। অসাধু চক্র নুপুরকে ওই বাসায় ১০ হাজার টাকা বেতনে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেয়। পরে নুপুর চক্রের সদস্যদের সঙ্গে  যোগসাজশে বাসা খালি পেয়ে মালামাল চুরি করে পালিয়ে যায়। এ চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

নগরবাসীর উদ্দেশে এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘গৃহকর্মী নিয়োগের আগে তার জাতীয় পরিচয়পত্র, বাড়ির ঠিকানা নিতে হবে। প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে হবে। গৃহকর্মীর তথ্য পুলিশের সিআইএমএমে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে অসাধু চক্রের কোনো সদস‌্য গৃহকর্মী বেশে বাসায় প্রবেশ করছে কি না, তা সহজে শনাক্ত করা যাবে। তারা অপরাধ করলে দ্রুত গ্রেপ্তারও করা যাবে।’