আইন ও অপরাধ

গৃহকর্মী নুপুর আক্তার রিমান্ডে

স্বর্ণালঙ্কার ও টাকা চুরির অভিযোগে রাজধানীর রামপুরা থানায় দায়ের করা মামলায় গৃহকর্মী নুপুর আক্তারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ জুলাই) মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) নুপুর আক্তারকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. আব্দুর রব এসব তথ্য জানিয়েছেন।

গত ১৯ জুলাই ১০ হাজার টাকা বেতনে রমনার একটি বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োগ পান নূপুর আক্তার। এর চার দিন পর ২৩ জুলাই সন্ধ্যার দিকে ওই বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যান তিনি। পরে কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় তার কাছ থেকে একটি করে সোনার চুড়ি, চেইন ও আংটি এবং নগদ টাকা জব্দ করা হয়।