আইন ও অপরাধ

ডিএমপির মিডিয়া শাখার নতুন ডিসি 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক রিলেশন্স ও মিডিয়া বিভাগের প্রধান হিসেবে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ফারুক হোসেনকে পদায়ন করা হয়েছে। 

একই আদেশে আরও ৮ কর্মকর্তাকে বদলি করা হয়। রোববার (২৫ জুলাই) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। এর আগে পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। 

মো. ফারুক হোসেন এর আগে ডিএমপির অপারেশন বিভাগে কর্মরত ছিলেন।  তবে বেশ কয়েক মাস গণমাধ্যম বিভাগে উপ-পুলিশ কমিশনারের পদটি খালি ছিল। এ কারণে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি)  দিয়ে শাখাটি পরিচালিত হয়ে আসছিল। 

এছাড়া উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খানকে অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে। একই আদেশে প্রটেকশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার এম রাকিবুল হাসান ভূঁইয়াকে পেট্রোল মতিঝিল, সহকারী পুলিশ কমিশনার আরিফ মহাম্মদ শাকুরকে সিটি কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে, সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার দাসকে সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস বিভাগে, সহকারী পুলিশ কমিশনার বাহাউদ্দিন ভূঁইয়াকে প্রটেকশন বিভাগ, সহকারী পুলিশ কমিশনার শান্তা ইয়াসমিনকে ট্রাফিক অ্যাডমিন, সহকারী পুলিশ কমিশনার স্নেহাশীষ কুমার দাসকে পেট্রোল তেজগাঁও এবং সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে ডেভলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।