আইন ও অপরাধ

বিদেশি সংস্থার ভুয়া প্রতিনিধি পরিচয়ে প্রতারণা 

রাজধানী মিরপুর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশি ও বিদেশী সংস্থার ভুয়া প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১ আগস্ট) র‌্যাব থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান রাইজিংবিডিকে বলেন, এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব জানায়, কথিত তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক ওরফে বিশিষ্ট আলোচক ওরফে ডিপ্লোম্যাট ওরফপ বিগ্রেডিয়ার জেনারেল ওরফে বিশেষজ্ঞ চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে (আইপিসি)  সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।  ঈশিতা দীর্ঘদিন ধরে এ পরিচয় দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। পরে সুনির্দিষ্ট অভিযোগ এবং তদন্তে নিশ্চিত হওয়ার পরই শনিবার (৩১ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।