আইন ও অপরাধ

রাজধানীতে খেলার মাঠ দখলমুক্ত করল পুলিশ

রাজধানীর মেরুল বাড্ডায় দোকানপাট দিয়ে দখল করে রাখা একটি খেলার মাঠ উন্মুক্ত করে দিয়েছে পুলিশ। স্থানীয় এক নাগরিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ‌্যান্ড পাবলিক রিলেশন) সোহেল রানা এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আইনগতভাবে কেউ খেলার মাঠ দখল করতে পারে না। এ কারণেই সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।’

পুলিশ জানায়, সম্প্রতি মেরুল বাড্ডা থেকে এক নাগরিক বাংলাদেশ পুলিশের মিডিয়া অ‌্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, তাদের এলাকায় খেলার মাঠ দখল করে দোকানপাট বসেছে। সেখানে মানা হ‌চ্ছে না স্বাস্থ্য‌বি‌ধি। এ বিষয়ে ব্যবস্থা নিতে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদকে নির্দেশনা দেওয়া হয়। ওসি মঙ্গলবার সকালে পুলিশ পাঠিয়ে তাৎক্ষণিকভাবে ডিআইটি প্রজেক্ট মাঠ থেকে সব দোকানপাট উচ্ছেদ করেন। পরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় খেলার মাঠটি।