আইন ও অপরাধ

মামলার আসামি হওয়ায় বিএনপি নেতা গ্রেপ্তার: পুলিশ 

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধে ৪০টি মামলা রয়েছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল মিয়া রাইজিংবিডিকে বলেন, গ্রেপ্তারকৃত রাজীবকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে রাজিবসহ আরও কয়েকজনকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে তার স্বজনেরা। এরপর থেকে স্বজন এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজখবর নিতে থাকেন।