আইন ও অপরাধ

মানবপাচারকারী চক্রের অন্যতম ২ সদস্য গ্রেপ্তার 

রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকা থেকে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের অন্যতম দুই সদস‌্য লিটন ও আজাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। 

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এনএম ইমরান খান জানান, আজ বিকেল ৪টায় এ বিষয়ে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

র‌্যাব জানায়, সম্প্রতি ভারতে বাংলাদেশি এক তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এদেশে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে র‌্যাব। তারই অংশ হিসেবে ঢাকা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানবপাচারকারী চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।  তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লিটন ও আজাদকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত দু'জন গরিব সহজ-সরল পরিবারের তরুণীদের ভারত, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।