আইন ও অপরাধ

আদমজী শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২ জন রিমান্ডে

রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় কলেজ শিক্ষার্থী আবুল কালাম আজাদের (শান্ত) মৃত্যুর মামলায় দুই জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত শুনানি শেষে গ্রেপ্তারকৃত দুই জনকে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই এসএম আবু রায়হান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, প্রাইভেট কারের চালক মো. শাকিল এবং তার পাশের সিটের যাত্রী আব্দুল হাকিম।

নিহত শান্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গাড়ি চাপায় শান্ত নিহত হওয়ার পর ভিকটিমের সহপাঠীসহ অন্যান্য শিক্ষার্থীরা দোষীদের বিচারের দাবিতে আন্দোলন করেন।  মামলাটি নিছক দুর্ঘটনা না কি এতে অন্য কোনো বিষয় আছে তা খতিয়ে দেখতে বলা হয়।  আসামিরা এদিন আরেকটি দুর্ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।  আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

আসামিদের পক্ষে তাদের আইনজীবী কিশোর কুমার বসু রায় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।  রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়।  পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের এক দিনের রিমান্ডের আদেশ দেন।

সূত্র জানায় , বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর) রাতে ইসিবি চত্বর এলাকায় প্রাইভেট কার চালক শাকিল একটি মোটরসাইকেলকে ধাক্কা দেন।  এতে মোটরসাইকেলে থাকা আরোহী আহত হন।  এ সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা প্রাইভেট কারটি থামানোর চেষ্টা করে।  কিন্তু চালক না থেমে পালানোর সময় শান্তকে চাপা দেয়।  এতে গুরুতর আহত হয় শান্ত। পরে  স্থানীয় লোকজন চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচ হাসপতালে নিয়ে যায়।  সেখানে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানার এসআই শাহিন মোহাম্মদ আব্দুল্লাহ বাদি হয়ে মামলা করেন।