আইন ও অপরাধ

সৌদিগামী যাত্রীর ব্যাগে ৬ হাজার ইয়াবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ হাজার পিস ইয়াবাসহ কাজী নয়ন নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইট বিজি-৪০৪৯ এর যাত্রী ছিলেন নয়ন।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের রোডিও এলাকা থেকে তাকে আটক করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিমানবন্দর সার্কেল ইন্সপেক্টর আজাদুল ইসলামের নেতৃত্বে আগাম সংবাদে বিমানবন্দরের দ্বিতীয় তলার রোডিও স্ক্যানিং মেশিনের কাছে সন্দেহভাজন নয়নকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগের ভেতরে থেকে মিয়ানমারে তৈরি ও আমদানি নিষিদ্ধ ইয়াবা জব্দ করা হয়।  ইয়াবার চালানটি সৌদির দাম্মামে যাওয়ার কথা ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো অঞ্চলের (উত্তর) উপ-পরিচালক মো. রাশেদুজ্জামানের রাইজিংবিডিকে বলেন, এ ধরনের মাদক এদেশ থেকে যেন চালান হতে না পারে, বিশেষ করে দেশের ভাবমূর্তি রক্ষায় আমাদের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে এ বিমানবন্দরকে মাদক পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।