আইন ও অপরাধ

ই-অরেঞ্জ গ্রাহকদের মিছিলে পুলিশের লাঠিচার্জ

বিনিয়োগ করা টাকা ফেরতের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন ই-অরেঞ্জের গ্রাহকরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে গ্রাহকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাব থেকে মৎস্যভবন গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান রাইজিংবিডিকে বলেন, গ্রাহকরা সকালে এসে প্রেসক্লাব, হাইকোর্ট এবং আশপাশের রাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে তাদের সরে যেতে বললে পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গেলে কয়েকজন আহত হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 ই-অরেঞ্জের গ্রাহকরা জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে তারা প্রেসক্লাবের সামনে ই-অরেঞ্জের প্রধান পৃষ্ঠপোষক ভারতে আটক সোহেল রানাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের জন্য মিছিল করতে থাকে।  একপর্যায়ে মিছিলটি মৎস্য ভবনের দিকে গেলে পুলিশ বাধা দেয়।  এ সময় ৩/৪ জন গ্রাহককে আটক করে থানায় নিয়ে যায়। 

বিক্ষোভকারীরা জানান, মিছিলে পুলিশের লাঠিচার্জে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।