আইন ও অপরাধ

অস্ট্রেলিয়া প্রবাসী প্রতারক রোজীর মা কারাগারে

অস্ট্রেলিয়া প্রবাসী প্রতারক উম্মে ফাতেমা রোজীর মা ফরিদা ইয়াসমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্টের এক আইনজীবী ও তার পরিবারকে অস্ট্রেলিয়ায় স্পন্সর ভিসায় নেওয়ার কথা বলে ৭৫ লাখ টাকা আত্মসাতের মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ঝালকাঠি জেলার সদর থানার বারুকাঠী মিয়া বাড়ীর মৃত রাজ্জাক মিয়ার স্ত্রী ফরিদা ইয়াসমিন। মামলায় এর আগে আশফাকুজ্জামান খন্দকার ও সাইমুন ইসলাম নামে দুই আসামি কারাগারে রয়েছেন।

চলতি বছর ২১ জুন আইনজীবী এম এবিএম খায়রুল ইসলাম লিটন ঢাকা সিএমএম আদালতে ৭৫ লাখ ৩৭ হাজার ছয়শ’ টাকা আত্মসাতের অভিয়োগে এই মামলা দায়ের করেন।

মামলায় ফরিদা ইয়াসমিনের মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী উম্মে ফাতেমা রোজী ও ছেলে রাকিবুল ইসলামকে আসামি করা হয়।