আইন ও অপরাধ

পল্টনে সংঘর্ষ : দুই মামলায় আসামি ৪ হাজার

কুমিল্লায় ধর্মীয় উত্তেজনার জেরে রাজধানীর পল্টনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ হাজার জনকে আসামি করে পল্টন ও রমনা থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া রাইজিংবিডিকে বলেন, খেলাফত আন্দোলনের আমির জাফর উল্লাহ খানসহ ১১ জনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া দুই থেকে আড়াই হাজার বিক্ষোভকারীকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে এ মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় হাজার মানুষকে আসামি করে মামলা করা হয়েছে। 

উল্লেখ্য, শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমে বিক্ষোভ করে খেলাফত আন্দোলন।  পরে মিছিলটি বায়তুল মোকাররম মসজিদ, পল্টন মোড় হয়ে কাকরাইল নাইটেঙ্গেল মোড়ে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের বেশ কয়েকজন আহত হয়।  বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।