আইন ও অপরাধ

বাসেত মজুমদারের মৃত্যু: বসছে না নিম্ন আদালত

বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে বুধবার (২৭ অক্টোবর) বসছে না নিম্ন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউট তাপস কুমার পাল এ তথ্য জানান।

তিনি বলেন, সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুকে ঢাকা আইনজীবী সমিতি শোকাহত। তার প্রতি সম্মান রেখে আজ নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুল বাতেন ও সাধারণ সম্পাদক খন্দকার মো. হযরত আলী ঢাকা মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর আদালতের কার্যক্রম মূলতবি রাখার জন্য প্রার্থনা করেন।

তারা বলেন, আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীরা শোকাহত ও মর্মাহত। এজন্য আজ সমিতির বর্তমান কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব আদালত পূর্ণ দিবস মুলতবি রাখার প্রার্থনা করেন।  সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বাসেদ মজুমদারের প্রতি সম্মান রেখে আদালত পূর্ণ দিবস নিম্ন আদালতের কার্যক্রম মুলতবি করেন।

বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান আব্দুল বাসেত মজুমদার।