আইন ও অপরাধ

জেলেদের হামলায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

জেলেদের হামলায় আহত নৌ পুলিশের কনস্টেবল মো. কবির হোসেন (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়।

গত ২১ অক্টোবর মুন্সীগঞ্জ সদর থানাধীন চর ঝাপটা এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে স্থানীয় জেলেদের অতর্কিত হামলায় আহত হন নৌ পুলিশের ৫ সদস্য। তাদের মধ্যে মো. কবির হোসেন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

মো. কবির হোসেন ১৯৭৯ সালের ১৭ সেপ্টেম্বর পুলিশে যোগ দেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফল থানাধীন রাজাপুর গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আইজিপির শোক

নৌ পুলিশের কনস্টেবল মো. কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।