আইন ও অপরাধ

ভ্যানিটি ব্যাগে করে হেরোইন পাচার করত তারা

ভ্যানিটি ব্যাগে করে পাচারকালে ২৩৫ গ্রাম হেরোইনসহ দুই নারীকে আটক করেছে র‌্যাব। তারা সংঘবদ্ধ মাদক পাচারকারী বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-২ থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মোসা. হালিমা ও মোসা. শাহিদা আক্তার মমতাজকে আটক করা হয়। তল্লাশি করে তাদের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা সিগারেটের ফয়েল পেপারে মোড়ানো ১ হাজার ৩১৫ পুরিয়া (২৩৫ গ্রাম) হেরোইন জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তারা দাবি করেন, হালিমা ও শাহিদা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। র‌্যাব-২ এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে।