আইন ও অপরাধ

ঢাবির সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফারের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার রাইজিংবিডিকে বলেছেন, ‘খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।’

সাইদা আব্দুল খালেকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে জানিয়েছেন, সাইদা গাফফা ভাড়া বাসায় থাকতেন। সেখানে তিনি নতুন বাড়ি নির্মাণ করছিলেন। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায়ও স্বীকার করেছে।