আইন ও অপরাধ

মগবাজারের ঘটনায় সেই দুই বাসচালক গ্রেপ্তার

মগবাজার মোড়ে পাল্লা দিয়ে বেপরোয়াভাবে চালিয়ে যাওয়া আজমেরী গ্লোরি পরিবহনের দুই বাসের চাপায় পড়ে এক কিশোরের নির্মম মৃত্যুর ঘটনায় বাসচালক মো. মনির হোসেন ও মো. ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে র‌্যাব হেড কোয়ার্টার্সের আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, পল্টন ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে (২৬ জানুয়ারি) বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সংস্থার মুখপত্র কমান্ডার খন্দকার আল মঈন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে মগবাজারে দুই বাসের চাপায় মো. রাকিব (১৪) নামের ওই কিশোর মারাত্মক আহত হয়। পরে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাকিব ওই এলাকায় বাসে বাসে করে চিপস, মাস্ক বিক্রি করতো। ঘটনার সময় তিনি একটি বাসে উঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুই দিক থেকে আসা আজমেরী গ্লোরি পরিবহণের দুটি বাস তাকে চাপা দেয়।