আইন ও অপরাধ

হেরোইনসহ গ্রেপ্তার বতসোয়ানার নাগরিক কারাগারে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার বতসোয়ানার নাগরিক লেসেডি মোলাপিসিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর এ আদেশ দিয়েছেন।

তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার লেসেডি মোলাপিসিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম। আসামির পক্ষে একসঙ্গে দুজন আইনজীবী জামিন আবেদন করেন। আদালত দুই আইনজীবীকে বিষয়টি সমাধানের জন্য আইনজীবী সমিতিতে পাঠান এবং আসামিকে কারাগারে পাঠান।

গত ২৪ জানুয়ারি এ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গত ২৩ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লেসেডি মোলাপিসিকে আটক করা হয়। তার কাছ থেকে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক দাম ২০ কোটি টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।