আইন ও অপরাধ

মুফতি হান্নানের ভাই ইকবাল কারাগারে

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানের ভাই ও আনসার আল ইসলামের সংগঠক মুন্সি ইকবাল আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে।

পাঁচ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (১৭ মার্চ) আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক মো. সাদরুজ জামান। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার (১৮ মার্চ) আদালতে সাভার থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. মোজাম্মেল এসব তথ্য জানিয়েছেন।

গত ১২ মার্চ সাভার মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুন্সি ইকবাল আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১১ মার্চ ঢাকার সাভার থানাধীন রাজাসন এলাকা থেকে ইকবাল আহমেদকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন, উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়।