রাজধানীর শাজাহানপুরে এলোপাতাড়ি গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারীসহ পাঁচ জনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।
রোববার (৩ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নি.) মোহাম্মদ ইয়াসিন শিকদার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
যাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটির ১০নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ওমর ফারুক, আবু সালেহ শিকদার ওরফে শুটার সালেহ, মো. নাছির উদ্দিন ওরফে কিলার নাছির এবং মো. মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ, আরফান উল্লাহ দামাল।
শাহজাহানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মোতালেব হোসেন রিমান্ড আবেদনের বিষয়টি জানান।
এরআগে শুক্রবার রাতে রাজধানীর মুগদা, শাহজাহানপুর ও মিরপুর এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে র্যাব। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইলসহ অন্যা সামগ্রী জব্দ করা হয়।
উল্লেখ্য, গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনী কাঁচাবাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নাম না জানা দুর্বৃত্তের গুলিতে নিহত হন টিপু এবং কলেজছাত্রী প্রীতি। এ সময় টিপুর গাড়িচালক গুলিবিদ্ধ হন।
ওই ঘটনায় নিহত টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাত নামাদের আসামি করা হয়।
মামলা দায়েরের পর ২৬ মার্চ রাতে বগুড়া জেলা থেকে শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেপ্তার করে ডিবি। ২৮ মার্চ তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মাসুম বর্তমানে রিমান্ডে রয়েছে।