আইন ও অপরাধ

‘সম্রাটের হাসপাতালে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে তার পরিবার’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট জামিনে মুক্ত হয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)  চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন তিনি সেখানে থেকে চিকিৎসা নেবেন না কি বিদেশে যাবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে পরিবার। 

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ'র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম। 

তিনি বলেন, ‘সম্রাটের হার্টের সমস্যা প্রকট। প্রাকৃতিক কাজগুলোও স্বাভাবিকভাবে করতে পারেন না তিনি। দেড় বছর আগে তিনি যখন এখানে আসেন আমরা তাকে রোগি হিসেবে দেখি। সেভাবে চিকিৎসা দিয়েছি। আমরা চেয়েছি, এখানে থাকতে থাকতে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। তার যখন যেটা প্রয়োজন সেভাবে চিকিৎসা দিয়েছি।’

নজরুল ইসলাম আরও বলেন, ‘আজ সকালে আইজি প্রিজনের সঙ্গে কথা হয়েছে। অফিসিয়ালি তিনি মুক্ত। এখন তার শারীরিক অবস্থা দেখে বোঝা যাবে হাসপাতাল ছাড়বে কি না। তার পরিবার বা তিনি সিদ্ধান্ত নেবেন।’ 

এ সময় ড. রায়হান বলেন, ‘সম্রাটের হার্টের যে সমস্যা আছে সেটার ফলে হঠাৎ মৃত্যু হতে পারে। তার হার্টের বিটগুলো এলোমেলো ছিলো। তার বিভিন্ন সমস্যা ছিলো। দূর থেকে দেখলে মনে হবে তিনি সুস্থ। কিন্তু ডাক্তার হিসেবে দেখলে বোঝা যাবে তার অবস্থা। একটু এলোমেলো হলে তিনি মারা যেতে পারেন। এখন হার্ট স্বাভাবিক। তবে ওষুধ চলা অবস্থায়ও খারাপ হতে পারে।’

তিনি বলেন, ‘আগে জেল কর্তৃপক্ষকে নানা বিষয় জানানো হয়েছে। এখন এখানে থাকলে পরিবারের সঙ্গে কথা বলবো। অভিভাবকদের সঙ্গে কথা বলে পরিবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

আরও পড়ুন: জামিনে কারামুক্ত সম্রাট