আইন ও অপরাধ

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা করেন শফিকুল: সিআইডি

যৌতুক না পেয়ে  গৃহবধূর রোজিনা বেগমকে (৩০) শ্বাসরোধে হত্যা করেছেন তার স্বামী শফিকুল ইসলাম। সোমবার (৩০ মে) দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তাধর। 

এর আগে রোববার (২৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকা থেকে শফিকুলকে গ্রেপ্তার করা হয়। 

সিআইডি জানায়, ২০২০ সালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার রোজিনা বেগমকে বিয়ে করেন শফিকুল। বিয়ের পর শফিকুল কালিগঞ্জ থানা এলাকায় বাসা ভাড়া নিয়ে ভ্যান চালানোর কাজ করতেন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তিনি তার স্ত্রী রোজিনা বেগমকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত ১৪ মে বিকেলে যৌতুকের দাবিতে তিনি রোজিনাকে মারধর করেন। সংবাদ পেয়ে রোজিনার বাবার বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে যৌতুকের এক লাখ টাকা দিতে রাজি হয়। কিন্তু একই তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে শফিকুল ইসলাম ও রোজিনার মধ্যে আবারো কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে শফিকুল রোজিনাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। 

পরে নিহত রোজিনার স্বজনরা শফিকুলসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মামলা করেন। এরপরই সিআইডি ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।