আইন ও অপরাধ

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শরিফ উল্লাহ (৪৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আব্দুস সামাদ নামের ওই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে উত্তরার সোনারগাঁও জনপদ মোড়ে ব্যবসায়ী শরিফকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা ছিনতাইকারী সামাদকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাকে আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হয়েছে।

শরিফ উল্লাহ সোনারগাঁও জনপদ মোড়ে ব্যাংকের বুথ থেকে টাকা তোলেন। তিনি বুথ থেকে বের হওয়ার পর টাকা ছিনতাইয়ের জন্য সামাদ তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। শরিফ রাস্তায় পড়ে গেলে ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক নিরাপত্তা প্রহরী তাকে ধাওয়া দিয়ে আটক করে। এ সময় আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে সামাদকে ধারালো অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।