আইন ও অপরাধ

চকবাজারের সেই পলিথিন কারখানা ও আশপাশের ভবন ঝুঁকিপূর্ণ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানিয়েছেন, পুরান ঢাকার চকবাজারের সেই পলিথিন কারখানাসহ আশপাশের অনেক ভবনই ঝুঁকিপূর্ণ। ভবনগুলোতে অনেক কারখানা আছে।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে ওই কারখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘ভবনগুলো ঝুঁকিপূর্ণ, সেখানে অনেক কারখানা আছে। এসব কারখানায় যেকোনো সময় অগ্নিকাণ্ড ঘটতে পারে। আশপাশের অনেক ভবনে বসবাসরত মানুষরা ঝুঁকিতে আছেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা তদন্ত করব। তদন্তের পরই অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।’

সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের কামালবাগের দেবিদ্বার ঘাটের কাছে ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।