আইন ও অপরাধ

উত্তরায় গার্ডার দুর্ঘটনা: ছায়া তদন্তে র‌্যাব

রাজধনাীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে প্রাইভেটকারের উপর পড়ে ৫ জন নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান পরিচালনা করছে র‌্যাব। এছাড়া এ ঘটনায় ছায়া তদন্ত করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ কথা জানান।

আব্দুল্লাহ আল মোমেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার পর থেকে দায়ী কিংবা দোষীদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করেছে র‌্যাব। ঘটনাটি মর্মান্তিক। যেভাবে ৫ জন গার্ডারের নিচে চাপা পড়ে মারা গেছেন তা কোনভাবেই কাম্য হতে পারে না। এ ক্ষেত্রে অবহেলা ছিল। এ বিষয়টি মাথায় নিয়েই আমরা তদন্ত করছি। পাশাপাশি তদন্তে নিশ্চিত হয়ে দায়ীদের গ্রেপ্তার করা হবে। সেক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরায় ক্রেন দিয়ে গার্ডারটি সরানো হচ্ছিল। এ সময়ে রাস্তায় চলাচলকারী একটি প্রাইভেটকারের ওপর গার্ডারটি পড়ে যায়। এতে ঘটনাস্থল ৫ জনের মৃত্যু হয়।