আইন ও অপরাধ

সুপ্রিমকোর্টের আলোচনা সভা থেকে ছুরিসহ ৫ যুবক আটক

সুপ্রিমকোর্টের আলোচনা সভা থেকে পাঁচ যুবককে কাফনের কাপড় ও ধারালো ছুরিসহ আটক করে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিমকোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা থেকে তাদের আটক করা হয়।

এদিন রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ রাইজিংবিডিকে বলেন, ওই পাঁচ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে ধারালো ছুরি ও কাফনের কাপড়ও পাওয়া গেছে। তারা কী উদ্দেশ্যে, কেন এখানে এসব নিয়ে আসলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করে। বঙ্গবন্ধু কন্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতও করা হয়। সভায় মৎস্য ও পরিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানা পুলিশের পাশাপাশি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও পাঁচ জনকে পৃথক কিংবা কখনো একসঙ্গে রেখেও জিজ্ঞাসাবাদ করছিল।