আইন ও অপরাধ

মৃত্যুদপ্রাপ্ত দুই আসামি ছিনতাই: ১০ জঙ্গি ১০ দিনের রিমান্ডে

ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে পুলিশ সদস্যদের চোখে স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার মামলায় আনসার আল ইসলামের ১০ জঙ্গির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলো- শাহিন আলম, শাহ আলম, বিএম মজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, খায়রুল ইসলাম, মোজাম্মেল হোসেন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ, আব্দুস সবুর ও রশিদুন্নবী।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আবু সাঈদ চৌধুরী সংশ্লিষ্ট থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে, আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

উল্লেখ্য, রোববার (২০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে পুলিশ সদস্যদের চোখে স্প্রে মেরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতে ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ।

পলাতক ওই দুই জঙ্গিসহ বাকিদের গ্রেপ্তারে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশনা দেওয়া হয়। তারা যেন ঢাকার বাইরে না চলে যায়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এদিকে, পালিয়ে যাওয়া ওই দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ পুলিশ।