আইন ও অপরাধ

পুরান ঢাকায় ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সূত্রাপুর ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৯ জন নেতাকর্মী আহত হয়।

রোববার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষ্যদশীরা জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ উপলক্ষে পুরান ঢাকায় লিফলেট বিতরণ ও শোডাউন করছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এক নম্বর সদস্য ও সূত্রাপুর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শোডাউনের এক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রদলের কর্মীরা সরকারবিরোধী স্লোগান দিতে দিতে লিফলেট বিতরণকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা এতে বাধা দেন। এ সময় ছাত্রদলের কর্মীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীদের উপর হামলা শুরু করে। এতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থানরত শতাধিক ছাত্রলীগ কর্মী দৌঁড়ে গিয়ে ছাত্রদলের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৭ জন ও সূত্রাপুর শাখা ছাত্রদলের ২ জন নেতাকর্মী আহত হয়। সূত্রাপুর থানা পুলিশ একজন ছাত্রদল নেতাকে ও কোতোয়ালি থানা পুলিশ একজনকে আটক করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হাসান মাতব্বর।

হাসান মাতব্বর বলেন, ‘বিএনপি নেতা ও ছাত্রদল কর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এসে সরকারবিরোধী স্লোগান দিলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা বাধা দিলে একপর্যাযে সংঘর্ষে জড়ায়। ছাত্রদলের দুইজনকে আটক করে একজনকে সূত্রাপুর থানায় এবং আরেকজনকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

আটকের সময় এক ছাত্রদল কর্মী বলেন, ‘আমরা ঢাকার সাবেক মেয়র প্রার্থী ইশরাক ভাইয়ের সঙ্গে লিফলেট বিতরণ করছিলাম। বিতরণ শেষে ইশরাক ভাইকে বিদায় দেওযার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা করে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা লিফলেট বিতরণের সময় সরকারবিরোধী স্লোগান দেয়। আমাদের নেতাকর্মীরা বাধা দিতে গেলে তারা আমাদের আক্রমণ করে। এতে আমাদের ৭ জন নেতাকর্মী আহত হয়।’