আইন ও অপরাধ

বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে এ অনুমতি দোওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকেল ৩টায় ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে দেখা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর মিন্টো রোডে ডিবি অফিসের সামনে অপেক্ষমান গণমাধ্যমকে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে আমাদের গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

তবে, কোনো শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য শনিবার (১০ ডিসেম্বর) নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করতে চেয়েছিল বিএনপি। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করে দলটি। পুলিশ তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়। কিন্তু, বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার বিষয়ে অনড় থাকে। এ নিয়ে পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। সর্বশেষ কমলাপুর স্টেডিয়াম চাওয়া হয় বিএনপির পক্ষ থেকে। তবে, পুলিশ তাদেরকে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে সমাবেশ করার জন্য বলে। অবশেষে, গোলাপবাগ মাঠে সমাবেশের বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ডিএমপি।