আইন ও অপরাধ

ঢাকায় গণমিছিলের অনুমতি পেয়েছে বিএনপি

আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার ঢাকায় বিএনপিকে গণমিছিল করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিএনপিকে শান্তিপূর্ণভাবে গণমিছিল করতে বলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান। বৈঠক শেষে ঘণ্টাখানেক পরে তারা ডিএমপি কার্যালয় থেকে বের হন।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপি নেতারা এসেছিলেন গণমিছিলের অনুমতি নিতে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গণমিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। তাদের কোনো শর্ত দেওয়া হয়নি। তবে বলা হয়েছে, কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে। গণমিছিলের রাস্তাও তাদের সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

এর আগে, ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেন বিএনপি'র একটি প্রতিনিধি দল। বৈঠকে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। পরে ঘণ্টাখানেক বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে যান তারা।