আইন ও অপরাধ

থার্টি ফার্স্ট নাইট: আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো যাবে না

থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো যাবে না। যারা এই রাতকে কেন্দ্র করে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, কেউ যেন আতশবাজি কিংবা ফানুস ওড়াতে না পারে সেজন্য আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।  নগরবাসীর প্রতি অনুরোধ থাকবে তারা যেন এ ধরনের আনন্দ উল্লাসে মেতে না ওঠেন। কারণ অনেক সময় আতশবাজি কিংবা ফানুস মৃত্যুর কারণে হয়ে দাঁড়ায়।

জানা গেছে, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে গত কয়েকদিন ধরে রাজধানী যেসব এলাকায় ফানুস বিক্রি হয় সেসব জায়গায় অভিযান পরিচালনা করছে পুলিশ। স্থানীয় ফানুস বিক্রেতাদের গতবারের দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে ফানুস বিক্রি না করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া ডিএমপির প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্দিষ্ট থানা এলাকায় যেন কোনভাবে ফানুস বিক্রি বা ওড়ানো না হয়। এজন্য প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা সার্বক্ষণিক কাজ করবে।   ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), এসবি, এনএসআই ইতোমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে।