আইন ও অপরাধ

মাহবুব হোসেনের মৃত্যু: দুপুর পর্যন্ত আদালতের কার্যক্রম বন্ধ

সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সোমবার (২ জানুয়ারি) নিম্ন আদালতের বিচারকাজ অর্ধদিবস বন্ধ রয়েছে।

তার প্রতি সম্মান জানিয়ে আদালতের বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ঢাকা আইনজীবী সমিতির নেতারা।

এদিকে সুপ্রিম কোর্টের বিচারকাজও অর্ধদিবস বন্ধ রয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকেলে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জানাজার আগে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ রাখার ঘোষণা দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

উল্লেখ্য, গত শনিবার (৩১ ডিসেম্বর) রাতে  এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।