আইন ও অপরাধ

নিউইয়র্ক টাইমসের নতুন সম্পাদক ডিন ব্যাকুয়েট

ডেস্ক রিপোর্ট  : যুক্তরাষ্ট্রের নামী দামি পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমসের নতুন সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন ডিন ব্যাকুয়েট। সম্পাদক জিল আব্রামসনকে বরখাস্ত করার কারণে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার প্রথম নারী সম্পাদককে বরখাস্ত করার ঘোষণা দেন প্রকাশক আর্থার সালজবার্গার।নতুন সম্পাদক ডিন ব্যাকুয়েট পত্রিকাটির নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। এর আগে একই পত্রিকার ওয়াশিংটন ব্যুরো প্রধান ছিলেন।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জিল আব্রামসনের সঙ্গে কর্মীদের বৈরী মনভোব ছিল। পত্রিকায় ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়,  বুধবার নিউইয়র্ক টাইমসের সদর দপ্তরে প্রকাশক কর্মীদের নিয়ে  সভা করেন। সেখানে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে জিল আব্রামসনের চাকরিচ্যুতর ঘোষণা দেন।

জিল আব্রামসনের চাকরিচ্যুতিতে অবাক হয়েছেন তার সহকর্মীরা। সরাসরি এর কোনো প্রতিবাদ না করলেও কেউ কেউ বলছেন, তিনি একনিষ্ঠ একজন সংবাদকর্মী ছিলেন। নিউইয়র্ক টাইমসের মানসম্মত কাজের জন্য কঠোর পরিশ্রম করতেন তিনি।  

রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৪/ইভা/দিলারা