১১ বছর আগে রাজধানীর বনানীতে চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ পিছিয়ে আগামী ২১ নভেম্বর ধার্য করেছেন আদালত।
সোমবার (৬ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল। তবে বিএনপি-জামায়াতে ইসলামীর ডাকা অবরোধের জন্য আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করেনি কর্তৃপক্ষ। এজন্য আদালত পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য ২১ নভেম্বর তারিখ ঠিক করেন।
সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মামলার আসামিরা হলেন, ডা. নিতাইয়ের গাড়িচালক কামরুল হাসান অরুণ, মাসুম মিন্টু ওরফে মিন্টু ওরফে বারগিরা মিন্টু, মাসুম ওরফে প্যাদা মাসুম, রফিকুল ইসলাম, সাঈদ ব্যাপারী, বকুল মিয়া, মো. সাইদ মিজি, মো. আবুল কালাম ওরফে পিচ্চি কালাম, সাইদুল ও ফয়সাল। এরা সবাই কারাগারে রয়েছেন।
২০১২ সালের ২৩ অগাস্ট মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নিজের বাড়িতে খুন হন ডা. নিতাই। এ ঘটনায় ডা. নিতাইয়ের বাবা তড়িৎ কান্তি দত্ত ওই দিনই বনানী থানায় মামলা করেন।
২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি ১০ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান।
চার্জশিটে তদন্ত কর্মকর্তা বলেন, চুরি করতে গিয়ে তারা ডা. নিতাই চন্দ্রকে হত্যা করা হয়। মিন্টু, রফিকুল, পিচ্চি কালাম, সাইদুল, প্যাদা মাসুদ, ফয়সাল এই মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ওই বছরের ২২ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এছাড়া, পাঁচজন আসামি নিজেদের পক্ষে সাফাই সাক্ষ্য দেন।