আইন ও অপরাধ

রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত 

রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ এলাকায় এবং সাইদা খানমের নেতৃত্বে রমনা থানাধীন অফিসার্স ক্লাব ও সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ঢাকা মেডিকেল কলেজের সামনে ও অফিসার্স ক্লাব সংলগ্ন রাস্তায় অবৈধভাবে স্থাপিত দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।  এছাড়া ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়। অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানায় ডিএসসিসি।