আইন ও অপরাধ

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার  

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, “তাকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয় আনা হয়েছে। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হবে।

২০২৩ সালের অক্টোবরে স্বাস্থ্যসেবা বিভাগে সচিবের দায়িত্ব পান জাহাঙ্গীর আলম। তবে জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময় একই পদে বহাল ছিলেন তিনি। গত ২০ অগাস্ট তাকে সেখান থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়।

এরপর গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে অবসরে পাঠানোর কথা জানায়।