রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। স্কুল ছুটি হওয়ার একটু আগেই বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে, যাদের অধিকাংশই শিক্ষার্থী।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, বিমান দুর্ঘটনার সময় ওই ভবনে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। বিকট শব্দ ও আগুনে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। শিক্ষকরা দ্রুত তাদের নিরাপদে সরিয়ে নিতে তৎপর হন এবং মাইলস্টোন স্কুল ও কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। এ পর্যন্ত একজন শিক্ষার্থী নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।