আইন ও অপরাধ

সোহাগ হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যা মামলায় মো. সাগর নামের আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে।

গত ৯ জুলাই বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর ও ইটের ব্লক দিয়ে মাথায় এলোপাতাড়িভাবে আঘাত করে হত্যা করে। সংবাদ পেয়ে কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে যায়। 

সোহাগ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে পুলিশ ও র‌্যাব ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে নয়জন হত্যায় জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।