আইন ও অপরাধ

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের আরো ১১ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত দুই দিনে মোট ২২ জনকে গ্রেপ্তারের তথ্য জানালো হলো।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক খুদে বার্তায় জানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এসব মামলায় তাদের আদালতে পাঠানো হবে।

এর আগে গতকাল সোমবারও ডিবি পুলিশ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ১১ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছিল।

পুলিশ বলছে, ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান অব্যাহত আছে। এদিন যেন কোথাও কোনো নাশকতার ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।