ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। এই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলায় পুলিশ বাদি হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না। বরং তাদের মোবাইলে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে, যার ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ডিআরইউতে এক অনুষ্ঠানে যান লতিফ সিদ্দিকী। সেখান থেকে পুলিশ লতিফ সিদ্দিকীসহ অন্যদের আটক করে থানায় নিয়ে যায়।