রাজধানীর ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিবির অভিযানে আটক চারজন চোর চক্রের সদস্য। তাদের কাছ থেকে জব্দ করা স্বর্ণালঙ্কারগুলো শম্পা জুয়েলার্সের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
গত ৮ অক্টোবর দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিং মলে অবস্থিত ‘শম্পা জুয়েলার্স’ থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছিল। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।