আইন ও অপরাধ

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক

সম্পদের হিসাব না দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৭ অক্টোবর) নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন  দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

দুদক জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টিকে সম্পদ বিবরণীর নোটিশ দেয় দুদক। কিন্তু নির্দিষ্ট সময়েও সম্পদ বিবরণী দাখিল করেননি তারা।

গত ১৮ মার্চ নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টি এবং তাদের তিন সন্তান লাবিবা নাঈম খান, আদিভা নাঈম খান ও যূলিকা নাঈম খানের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী-কন্যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।