আইন ও অপরাধ

মামুনকে গুলি করে হত্যা: ২ শুটারসহ গ্রেপ্তার ৫

পুরানো ঢাকায় প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী তারিক সাইফ মামুন হত্যা ঘটনায় দুই শুটারসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডের ব্যবহৃত পিস্তল দুটিও উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত ব্রিফিং করবেন অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

ডিএমপি থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, রাজধানীর সূত্রাপুরে চাঞ্চল্যকর মামুন হত্যার ঘটনায় ব্যবহৃত দুইটি পিস্তল উদ্ধার এবং দুই শ্যুটারসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

এর আগে কুমিল্লা সীমান্ত এলাকা রুবেল ও ইব্রাহিম নামে দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল পুলিশ। 

গত ১০ নভেম্বর বেলা ১১টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ফটকের সামনে মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আদালতে হাজিরা শেষে ফেরার পথে এই হত্যাকাণ্ড ঘটে।